ধর্ষণের অভিযোগে আটক, হাজতে অভিযুক্তের ‘আত্মহত্যা’
প্রকাশিত : ১৮:০২, ১ এপ্রিল ২০২৫

ভোলার সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটের দিকে থানা হাজতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. হাসান। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার বিকেলে তাকে আটক করেছিল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে হাসান প্রতিবেশীর বাড়ির ফ্রিজে মাংস রাখতে যান। সেসময় তিনি এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রাত ৮টার দিকে তাকে থানা হাজতে নেওয়া হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, ‘‘সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, হাজতে থাকা জায়নামাজ গলায় পেঁচিয়ে হাসান আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’
অন্যদিকে, অভিযুক্ত হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা গৃহবধূ বর্তমানে ভোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসএস//
আরও পড়ুন